বুধবার, ১৪ মার্চ, ২০১৮

উড়ছে মানুষ ।। কৃপা আচার্য























উড়ছে মানুষ


কেউ কয় বানর থেকে হয়েছিল এইসব মানুষ;
কেউ বলে থাকে মানুষ হয়েছে আজ আবার বাঁদর।
এখন দেখতে পাচ্ছি মাঠভর্তি মানুষগুলো হয়ে আছে অসংখ্য প্রকাণ্ড রোবট,
ভাবছি এইসব রোবটেরা হবে কি কখনও মানুষ?
.
চাঁদের দেশে উড়ে উড়ে চলেছে মানুষ
ভূমিদখলে আর কেনাকাটায়
নিত্যনতুন রঙ মেখে সভ্যতার উড়ন্ত ফানুস!
ফানুসের নিচে পোঁদ পাকাচ্ছে মানুষ
রোবটকে বানাচ্ছে মানুষ,
রোবট হচ্ছে শক্তিশালী মানুষ।
.
হাঁটছে রোবট, 
ছুটছে রোবট 
নাচছে রোবট
খেলছে রোবট;
জলে-স্থলে-অন্তরীক্ষে মানুষ রোবট... রোবট মানুষ=
উড়ছে ফানুস
উড়ছে মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন