বুধবার, ১৪ মার্চ, ২০১৮

গত জন্মে তুমি কি আমার " মা " ছিলে ।। রুদ্রাক্ষ রায়হান


















গত জন্মে তুমি কি আমার "মা" ছিলে
আমি খুব বিপদে পরি
যখন তুমি লিখতে বলো। তোমাকে লিখতেই এক জোড়া স্তন আর
আমার ঠোঁটের প্রেম হয়ে ওঠে। আর আমি
নদীর জলে জাল ফেলে মাঝ ধরা মানুষদের ভাই হয়ে যাই।
ভরা নদীতে নৌকো ডুবে গেলে
আমি অবিরাম সাঁতার কেটে ক্লান্ত হই।
তৃষ্ণা বেড়ে গেলে ডুব দিয়ে জল পান করি
তীরে উঠতেই তোমার শাষন বেড়ে যায়।
মাঝে মাঝে তোমাকে খুব "মা" "মা" মনে হয়।
শরীরে অসুখ আসতেই তোমার বুকে যাই। মনে আছে?
এক রাতে অদ্ভুত রকম জ্বর ভালো হওয়ার গল্প।
আচ্ছা! তুমি কি বলো তো?
গত জন্মে তুমি কি আমার মা ছিলে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন