বুধবার, ১৪ মার্চ, ২০১৮

কবিতা এখন ।। সুনীতি দেবনাথ







 কবিতা এখন


একটি কবিতার জন্য রোদেলা সকাল আসে
ওরাও আসে দল বেঁধে আমার খোলা জানালায়
ওদের নতুন সুরে কবিতাও পাখনা মেলে আসে
নতুন কবিতা পাখির মতন ডানা ঝাপটায়
আমি চাই শব্দের পর শব্দ সাজিয়ে ভাবের সুতোয়
কবিতাকে গেঁথে নিতে অনুপম রূপে ভাব বিলাসে।
তবু কিছু কথা কিছু ব্যথা আগুনের মত থেকে যায়
ধিকিধিকি জ্বলে আর কবিতাও আগুন ছড়াতে চায়।
জানালায় পাখিরা যে গান গায় তা কান্নার লহর ছড়ায়,
পৃথিবীর নানা ঘাটে নানা বাটে নিরুদ্ধ ক্রন্দন ঢেউ তোলে,
সভ্যতার পরিহাস বড় নির্মম, মানুষের লাশ রচে হিংস্র  ইতিহাস!
এ কেমন  প্রতিশোধ নিরপরাধকে নির্বিকার নিধন?
শিশুদের লাশ খোলা আকাশের নিচে সারি সারি শুয়ে,
আমাদের বলে যেন পৃথিবী এমন নির্মম আর কঠোর?
কবিতা তখন ফুঁসে ওঠে আক্রোশে আগুনের মত ওঠে জ্বলে।
নির্বিচার এই হত্যালীলা বুকের গভীরে এক মহারোল তোলে।
মানুষ এখন গভীর সংকটে তাই কবিতা বিষাদে কথা কয়,
স্বদেশ বিদেশ সবদেশ অন্ধকারে সঠিক পথের সন্ধানে,
বুঝি এক মহা প্রলয় ভয়ঙ্কর রূপে আসছে
ধ্বংস হবে মানুষ মানবিক সভ্যতা চুরমার হয়ে যাবে।
প্রলয়ের পরে আসবে নতুন এক আলোময় দিন
উজ্জ্বল মানুষের প্রদীপ্ত মিছিল পেয়ে যাবে প্রশান্ত তীর!
আর কবিতা তখন বিজয়ী মানবের লিখবে বন্দনা গীত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন