পৃষ্ঠাসমূহ

পুরনো সংখ্যা

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

সম্পাদকীয়ঃ মাসিক কুয়াশা ।। এপ্রিল সংখ্যা ।। ২০১৮ইং।।


সম্পাদকীয়ঃ মাসিক কুয়াশা ।।  এপ্রিল সংখ্যা ।।  ২০১৮ইং।। 
''কুয়াশা' সাহিত্যপ্রেমিদের মনন ও বিকাশ ঘটিয়ে আসতে আসতে ঠিক এতোদূর পথ পাড়ি দিয়েছে। 'কুয়াশা' সকল সঙ্কট উতড়িয়ে একটা সম্ভাবনাময় স্থান দখল করে নিতে পেরেছে জন্য আমার এবং কুয়াশা পরিবারের সকলের গৌরব। দেখতে দেখতে ১২টি সংখ্যা প্রকাশ পেয়েছে। খুব সরলভাবে কেটে গেলো একটি বৎসর। এজন্য সমগ্র সাহিত্য জগতকে কুয়াশার পক্ষ হতে শুভেচ্ছা।

'কুয়াশা' যেমন লেখক তৈরিতে বিশ্বাসী, তেমনি লেখা তৈরিতেও বিশ্বাসী। এখানে লিখে লিখে অনেকে লেখক হিসেবে পরিচিতি পেয়েছেন এবং পাচ্ছেন, এটাই 'কুয়াশা'র দাবি। পৃথিবীতে কোন কবিই কোন কবির প্রতিবন্ধক নয়,  নয় বিকশিত পথের বিরুদ্ধ উচ্চারন। প্রত্যকে প্রত্যকের জন্য দর্পনস্বরূপ। এজন্যই কুয়াশায় নবীন প্রবীণের সমাহার। কুয়াশা নবীন প্রবীণের মেলবন্ধনের কাজ করে। সাঁকো হয়ে কাজ করে।

এখানে বলতে দ্বিধা নেই যে, দুই বাংলার কবি লেখকদের সমান সমাদর 'কুয়াশা' করে থাকে। কলকাতার অনেক লেখক নিয়মিত ল্যাখেন, আর আমার প্রিয় বাংলাদেশের কবি লেখকগণতো আছেনই। 

এপ্রিল সংখ্যাটা আরো ভালো করে সাজানোর চেষ্টা করেছি। তবুও কিছু অসঙ্গতি থাকাটা অমূলক কিছু নয়। এর জন্য আপনাদের সুপারিশ ও পরামর্শ একান্তভাবে কাম্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন