এম আর টি আরজু এর দুটি কবিতা
ঝরাপাতার শব্দ
আমার কাছে এখনও কী চাও?
তোমাকে দেবার কী আছে আমার?
ঝরাপাতার মর্মরে জেগে ওঠে দুঃখ অবহেলায় পড়ে থাকে বিশুষ্ক প্রেম বিষন্নতায় জমে থাকে অন্ধকার কেউ দেখে না, কেউ শোনে না নীরবে বয়ে যায় বিবর্তন ধারা।
হয়তো তুমি ভুলে গেছ, সেই শ্রাবণ ঝরা সন্ধ্যা,
পূর্ণিমা রাত খরতাপে চৈতালি হাওয়া,
বাসন্তী আমেজ শীতের উষ্ণতায়
ঝরা শিউলি মালা তোমার কিছু কী মনে পড়ে না?
জানি ত
ঝরাপাতার মর্মরে জেগে ওঠে দুঃখ অবহেলায় পড়ে থাকে বিশুষ্ক প্রেম বিষন্নতায় জমে থাকে অন্ধকার কেউ দেখে না, কেউ শোনে না নীরবে বয়ে যায় বিবর্তন ধারা।
হয়তো তুমি ভুলে গেছ, সেই শ্রাবণ ঝরা সন্ধ্যা,
পূর্ণিমা রাত খরতাপে চৈতালি হাওয়া,
বাসন্তী আমেজ শীতের উষ্ণতায়
ঝরা শিউলি মালা তোমার কিছু কী মনে পড়ে না?
জানি ত
শ্রাবণ সন্ধ্যা
গুড়িগুড়ি বৃষ্টিতে শ্রাবণের স্নিগ্ধতা
একদিন দেখা হবে একান্তে
কথা হবে বিজন সন্ধ্যায় পাখিরা ফিরে যাবে
নীড়ে ম্রিয়মান আলো মিশে যাবে আঁধারে।
দুরের ল্যাম্প পোস্টের নীচে অপেক্ষমাণ
উঠতি বয়সীদের মনকাড়া উচ্ছ্বাস
ভাবছি কোলাহল ছেড়ে যাই সমুদ্র
বিলাসে সমুদ্রের বুকে আঁকা নীলাম্বরী
মেঘের কাব্য হয়ত মিশে আছে সুখের আনন্দ
আশ্রম সমুদ্রেও নেই কোন সুখ
একটি মন্তব্য পোস্ট করুন