অবাক বার্তা ।। আলম-গীর আখন্দ

অবাক বার্তা


পহেলা বোশাখ নামলো আবার
বাংলা মায়ের ঘরে,
কাটবে এবার দু:খ_ব্যথা
শশী হাসবে নীড়ে।
সবার সাথে ঘুরব মোরা
শাড়ী_লঙ্গী পড়ে,
গান-বাজনায় মাতব সবাই
মঞ্চে চড়ে চড়ে।
মুক্তমনে ঘুরব মোরা
কে করিবে তাড়া,
নারীর গায়ে হস্ত দিলে
বাংলা করব ছাড়া।
পান্তাভাতে চুমু দিব
গড়াই মাছের ভর্তা,
বিশ্ববাসী দেখবে এবার
অবাক করা বার্তা।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন