সিদ্ধহস্ত অভিনয়শিল্পী ।। আলমগীর ইমন


সিদ্ধহস্ত অভিনয়শিল্পী


আমি মানুষগুলো দেখেছি
খুব কাছ থেকে, চিনেছিও...
প্রয়োজনাতিরিক্ত এক কদমও রাখে না
আমাকে, তোমাকে ব্যবহারে বেশ সিদ্ধহস্ত
প্রয়োজন শেষে তারা আর কাউকে চিনে না
যখন প্রয়োজন পড়ে
আবার কাছে টেনে নেয় গভীর আন্তরিকতায়
আর তা যে অভিনয়, বুঝতে দেয় না
ঢেকে রাখে অভিনয়ের নিপুনতায়
উদ্দেশ্য সম্পন্ন হলে-
আবার চিরাচরিত রীতিতে ফিরে যায় তারা
মাঝখানে বোকা বনি আমি আর তুমি।


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন