জীবনের পথে ।। এলিজা আজাদ

















জীবনের পথে


কিছু শব্দ তোমার কাছে গচ্ছিত রেখে 
আমি চললাম জীবনের পথে
খণ্ডিত আয়োজনে জীবন এখানে বন্ধকি 
দেনায় জরাজীর্ণ
কাঁচের ঘরটাতে তুমি থাকো...
দেয়াল ভেদ করে আমার সেখানে যাওয়া দুর্ভেদ্য

অলৌকিকভাবে আঙ্গুলের ছাপ রেখে
হ্যাচকা টানে ফিরে আসি জীবনে...
জীবনের শেষপ্রান্তে ঝুলতে থাকা দীর্ঘশ্বাসে
তোমার অনুভূতি আমাকে অস্থির করে তোলে
শেষচিঠি লিখেছিলাম কবে মনে নেই!
তোমার হাতে দিয়েছিলাম কিনা তাও মনে নেই!

শুধু, দুঃস্বপ্নের পাড় ঘেঁষে শব্দগুলো জ্বলন্ত 
অগ্নিপিণ্ডের মতো জ্বলতে থাকে;
মধুময়, আজকাল জ্বলতে জ্বলতে ছাইভস্ম 
হওয়াটাই অভ্যেস হয়ে গেছে...!!

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন