পাশের মানুষ কাছের মানুষ ।। প্রতীক ওমর



















পাশের মানুষ কাছের মানুষ

জানিস তোরে আজো ভাবি
রাতটা গভীর হলেই
ঘুম ছুটে যায় সেই ভাবনায়
পাশে এখন নেই বলেই
মনের মাঝে বুকের মাঝে
আকাশ সমান পাহাড়
সেই পাহারে দু:খ অনেক
দু:খগুলোই আহার
পাশের মানুষ কাছের মানুষ
দূরের মানুষ তুই এখন
চোখ মেললেই যায় না দেখা
আহারে কী ছুঁই এখন!
জমিয়ে রাখা আদরগুলো
কোথায় এখন বিলাশ
কার বুকে সেই বুকটা এখন 
হরহামেশাই মিলাস
আমায় কি তুই আজো ভাবিস
আমার মতই রাত্রি জাগিস
আগের মতই ঠুমকো কথায়
এখনো কি খুব রাগিস?

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন