আপেক্ষিক ।। রতন রায়

আপেক্ষিক

গরমেরও একদিন সময় ফুরায়
শীতলতা আসে।
এই যে আমরা শুনি,কারো কারো খুব রক্তের গরম
অকারণেই করে বেড়ায় অন্যায়
আবার কারো কারো খুব ক্ষমতার গরম
পুরো এলাকা কাঁপিয়ে বেড়ায়।
আবার কারো কারো থাকে টাকার গরম
দম্ভে হারিয়ে ফেলে সে হুশ
কি আর হবে এতসব গরম দিয়ে ?
যেদিন দেহ হতে প্রাণ হবে ফুস।
সেদিন সব গরম কুন্ডলী পাকিয়ে তৈরী হবে
এক আশ্চর্য শীতলতা;
একটি মানুষের জীবন বৃথা যদি মরনে
অন্য মানুষ না করে আফসোস
বরং বলে মরছে শালা,ভালই হয়েছে।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন