বেনেকাব ।। আবু আশফাক্ব চৌধুরী















বেনেকাব
        
বর্ণময় আকাশ কার স্পর্শে ফ্যাকাসে হয়ে ওঠে
তার পরিচয় খুজে নিতে অতলান্ত সমুদ্র হয়ে ছুটে
গভীর দীর্ঘশ্বাস।  ক্লান্ত পাখির নীড় বেড়ালের থাবা
যত্নসুখে কখনও কি গড়ে তুলে সখ্যতার ধাবা
দু দানা চিনি ছিটিয়ে দিয়েছ রাজপথে
ক্ষুধার্ত পিঁপড়েরা সারি বেঁধে কলরবহীন সুশৃঙ্খল মতে
অমূল্য সঞ্চয় ভেবে বয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গর্তে
এ সব কারুকাজে কোন বেমিল নেই বিনা শর্তে
তবে কেন কারো করস্পর্শে বিনষ্ট হয় আকাশ
গর্ভবতী লক্ষণ রেখে রক্তময় প্রকাশ
রাজপথ উলঙ্গ হয়ে বেনেকাব নাচে
দীর্ঘশ্বাসকে আশ্রয় দাও অনন্ত প্রেমের নীচে।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন