চৈতালী জ্যোস্নার বিনাশী প্রহর ।। মোঃ নূরুল গনী






চৈতালী জ্যোস্নার বিনাশী প্রহর 
হলুদ পাখির ডানা থেকে খসে পড়া পালকের মত
কষ্ট  কবিতা এলোমেলো ভেসে
ছুঁয়ে যায় যখন আরাধ্য রমনীর ঠোঁ,
চৈতালী জ্যোস্নার খোয়ারী ভেঙ্গে খোয়াবনামা হাতে 
নাগরিক কবিসমুদয় বসন ব্যসন ছেড়ে
নিরাবরণ দাড়ায় মুখোমুখি ;
তুমি অনিন্দ্য,রাত পাখি উধাও কো বনে !
বেহাল রাত জ্যোস্নায় মেলে ধরে রুপকথা
অমিয় শৃঙ্গারের রাতে খোয়াবনামা খুলে বিমূঢ় স্বপ্নেরা
ভেসে যায় হলুদজ্যোস্নায় !সুগন্ধী বাতাসে রমনীয় আদল কোন মু অচেনা
অকারণ হাসে এবং হাসে আর ভাসে !
চৈতালী জ্যোস্নার বিনাশী প্রহর-আকাশে নক্ষত্রেরা ঘোরলাগা নেকড়ে চোখে
মরণ দেখে উল্কার আর অনন্ত দাহ নিয়ে
দক্ষিণের বাতাসে কবিতা তখন হলুদ পাখি !!



Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন