সংবেদনশীলতা এবং যথার্থতা ।। আবু আফজাল মোঃ সালেহ

সংবেদনশীলতা এবং যথার্থতা ।। আবু আফজাল মোঃ সালেহ









সংবেদনশীলতা এবং যথার্থতা


তোমার চোখে চোখ রেখে মিথ্যা বলা যায়?
যদি যায়- তাহলে নরহত্যা করা আরো সহজ!
তোমার সংবেদনশীলতায় যদি সন্দেহ থাকে, প্রশ্ন থাকে!
তুমি শিল্পী, ছবি আঁকবে
কিন্তু দুর্গন্ধ পরিবেশে শিশুর খাবার সংগ্রহ এড়িয়ে যাবে?
রুমাল দেবে মুখে?  অথবা
পাশ কাটিয়ে চিত্রশালায় যাবে!
আঁকবে ছবি পথশিশুর!
তোমার সংবেদনশীলতায় আমার সন্দেহ আছে, যথেষ্ট।
মেকি সংবেদনশীলতায় শিল্পী হওয়া যায় না! 
ভাবাও যায় না!
সংবেদনশীলতার প্রশ্নে আমি আপোষহীন বরাবর।

তুমি কী শিল্পী হবে?
না-কি ব্যবসায়ী হবে?
- সিদ্ধান্ত তোমার!

Post a Comment

নবীনতর পূর্বতন