গ্রীষ্মকালীন ঝড় ।। স্বপন শর্মা

গ্রীষ্মকালীন ঝড়


গ্রীষ্মকালে বৃষ্টি পড়ে সঙ্গে আরো বজ্রপাত-
মরণ ভয়ে কাটে তখন মানুষগুলোর দিবস-রাত।
আকাশ যখন গর্জে ওঠে দুরু দুরু কাঁপে মন
যেমন করে হাওয়ার জোরে উলোট পালট হচ্ছে বন।
ঝড়ের মাঝে রাস্তা পথে নিত্য কাজে যেতে হয়
চলতে গিয়ে এখন শুধু বজ্রপাতে বাড়ায় ভয়।
ভয় কি শুধু মানুষ-জনের? পশু পাখি সব জীবের,
সবাই তখন জপছে যে নাম আল্লা, হরি আর শিবের।
আকাশ কালো মেঘে ঢাকা বৃষ্টি হবে নির্ঘাত-
দমকা হাওয়া শীলা-বৃষ্টি সঙ্গে পাবেন বজ্রপাত।
এটাই এখন হচ্ছে নিয়ম গ্রীষ্মকালীন বৃষ্টি-পাত
বৃষ্টি হলেই বজ্র পড়বে নেই তো সেথায় কারো হাত।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন