আজগুবি ভাবনাগুলো ।। শিশির রায়












আজগুবি ভাবনাগুলো
          

বাস্তবতা ছুঁয়ে দেখিনি তো আদৌ,
তার অনুষঙ্গ অনুধাবন দুই চোখে ক্যামেরা বন্দি করে যাচ্ছি আজও।

বাস্তবতা কি তাহলে,ছোঁয়া যায় না?
নাহ্, যায় না।
সেটি হলো দেখার মতোই,এক অনুমেয় ব্যাপার।

যতবার বাস্তবকে নিয়ে ভাবনায় ডুবে যাই,
ততবার,হাবু ডুবু খাই চিন্তার অথৈ জলে।

বাস্তবতা কি তবে,অচ্ছুত বিষয়?

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন