কথা রাখা হলো না ।। সজল মালাকার















কথা রাখা হলো না



কথা ছিল কাজলদীঘি চোখে রাখবো না আর চোখ
কথা ছিল অভিমানের কালি মেখে দেখাবো না এ পোড়ামুখ
কথা ছিলো
কিন্তু এখন কথা না রাখার যুগ
তাইতো আমি, বৃষ্টিভেজা সবুজ ঘাসে দেখি নগ্ন পায়ের ছাপ
বিদ্যুৎচমকে দেখি 'ভুবনডাঙার হাসি'
ধবল দাঁতের সারি
বৈশাখী আকাশে দেখি নিকষকৃষ্ণ চুল
উড়ছে বেণী খুলে
ঝড়ো বাতাসে দেখি রাজ্যের প্রেম নিয়ে
স্নেহার্দ্র দুটি হাতের চঞ্চলতা।

আমার বুকের ভেতর পিঁপড়ের মতো দলবেঁধে ছুটে
স্মৃতিকথার রেলগাড়ি,
নৃশংস অভিমান খুঁড়ে হৃদয়;
হৃদয়জ কোমল অনুভূতি সকল
কবর দেয় লক্ষকোটি বার তবুও
আমি কথা রাখতে পারি না
কাজলদীঘি চোখে তৃষ্ণাতুর জলছাপ হয়ে উঠি আমি
অভিমান ফুটে ওঠে শালুক ফুলের মতো
আমার কথা রাখা
আমার কথা রাখা আর হলো না।



Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন