চলো চলে যাই ।। হাফিজ রহমান










চলো চলে যাই


সুহৃদয়া, চলো চলে যাই এই গ্রহ ছেড়ে
এখানে হিংসারা মেলেছে ডানা।
এখানে এখন নাই সুখের বাতাস,
প্রতিটি মনে আছে শুধু অবিশ্বাস।
এখানে বাতাস আজ ভারী হয়ে আছে,
লোভ আর লালসার উন্মত্ত আক্রোশে।
এখানে তোমার চোখ ফেলেনা সৌন্দর্যের ছায়া,
এখানে তোমার বুক ছড়ায়না মায়াবী মায়া।
এই অসহ্য ভূবন ছেড়ে চলো পালাই
বাতাসের শব্দভরা উন্মুক্ত প্রান্তরে,
নিস্তরঙ্গ নদীর অনন্ত গভীরে।

সুহৃদয়া চলো যাই,  
এই দমবন্ধ গুমোট আকাশের ছাদ ছেড়ে
চলো অন্য গ্রহে চলে যাই।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন