এমরান হাসান এর গুচ্ছকবিতা।। poems by emran hasan__kuasha



এমরান হাসান এর গুচ্ছকবিতা


সংশয় সমরে


মুছে যায় সত্যই সমস্তটুকু,
এক রাশ মৌনতা মেখে বেহালা পড়ে থাকে
তারে ধুলো রেখে গেছে নির্ভয় আবরণ,সতেজ বিষন্ন এতোটুকু ঘোর।
মলিন বাঁশিতে ঘুন নেমেছে কবেই,
ষড়ছিদ্রের সংসারে লুকোয় কী পরিতৃপ্ত কারসাজি প্রণয়ের!

হয়তো পাহাড় যায় না ছোঁয়া
মানুষের হাত,পা বড্ডো নির্লোভ আলোর পাশে যায় অকস্নাৎ
ছায়া পুড়ে যায় অন্ধকারে।
হাতের কৌশলে বদলায় বিশ্বাসের আদল,গহীন সন্ধ্যার মায়া।
চিরায়ত নিঃশেষের গানে এটুকু সময় প্রিয় হয়ে ওঠে —পথের,প্রয়োজনের চিহ্ন মুছে দাঁড়িয়ে

সময়ের লেফাফা ছিঁড়ে
পুরনো চাতালে জমে ধুলো
পায়ের আড়াআড়ি ছড়িয়ে পড়ে শিউলি ফুলের রোদন
ঝুলে থাকে মুখর মুখোশ...বিবর্ণ প্রজ্ঞাপণে।


একা

এইতো বেশ—
একাই গেয়ে চলেছি অসাম্প্রদায়িকতার গান
বাজিয়ে একা একা হাতে পুরোনো একতারা
যারা দিয়েছিলেন বরাভয়,আড়াল হয়েছেন আগেই।
রোদে তাদের ছায়াও পড়ে নেই আর।
তাদের শ্রদ্ধায় কর্কশ গলায় গেয়ে যাই এই সুর।

একাই তো—
দুপুরের খড়তাপে বিতৃষ্ণার ভেতরে চুপচাপ ঝিমিয়ে পড়া
অসুস্থ চোখে ভেসে ওঠে লালন ফকির,কাঙাল হরিনাথ
কিংবা কালেভদ্রে লালনআক্রান্ত রবীন্দ্রনাথের সুর...
মন্দ কী?

গভীর রাতে ফিরে যাওয়া আপন আলোয়
ভাঙা আয়নায় দেখে নিয়ে নিজের মুখ
চুপচাপ গড়িয়ে পড়া শব্দের জ্যোৎস্নায়...

এইতো আছি—
অগ্নিদগ্ধ,
শব্দমগ্ন,
সমস্ত একাকার আমাতেই।


দিনপর্ব

চোখের শিল্প দেখে জেগেছে আকাশ
পথ শেষব্দি মৌনতা শেখালো ।
ভালোবাসার মোহ ছিঁড়ে যে চড়ুই ছিলো একা
তার পাশে নেচে গেল অপরূপ ঘাসফড়িং

ফিরবো কোথায় একলা এমন
কোন অজানায় পাবো অন্ধ কায়া

ঘোলাটে দৃষ্টি এ দৃশ্যের মুখোমুখি নামে
অবিন্যাস্ত দিন রাত্রি এলোমলো সর্বত্র ।
কিছুটা মুগ্ধতা ছিলো কোথাও
তার খোঁজেই এ ঘর সে ঘর ঘোরাঘুরি

পাইনি আমি যারে কোনদিন
কোন ভাবনায় তারে রাখি মনে !


মধ্যমা

ভোর হও—
বিপরীতের এই তন্দ্রা তুলে নিচ্ছে গৃহবর্তী মানুষ।

উপশমের বদলে অদম্য বিস্ময় জাগাচ্ছে ইহজগৎ
যতোটা সাহস তারও ঢের লৌকিক জীবন আঁচলে তুলে
পৌষের দিন হয়েছে শুরু।

পাথরের অরণ্য দেখে বেড়াচ্ছে শকুনের ডানা
পায়ের নখরে সে একরাশ দুঃখ রেখেছে এঁকে।
জীবনের খেরোখাতা পড়ে নিচ্ছে রোদের বাগান
কুয়াশানোঙরে রাত্তির ঢেকে গেলে
পুরোনো হয়ে ওঠে অবিচ্ছেদ্য সাহস।

মানুষের গান নিত্যদিন বাঁচায় মানুষ।
নগন্য আলোয় অহেতুক পড়ে নেয় সে নীল সারসের ঠোঁট!


Post a Comment

নবীনতর পূর্বতন