মাহমুদ নজির এর গুচ্ছকবিতা
দেশ
দেশকে ভালোবেসেই
দেশের কথা লিখি ,
দেশপ্রেম হৃদয়ে পুষে
পথ চলি একা একা।
তুমি যতই
পালোয়ান ও যুধিষ্ঠির সেজে
রুখে দিতে চাও পথ
ছন্দময় শৈল্পিক গতি
আমার তাতে ভ্রুক্ষেপ নেই কোনো,
কিঞ্চিত নেই ডরভয়।
পুষ্প গন্ধ যেমন
হৃদয়কে উজ্জীবিত করে
দেশপ্রেম তেমনই করে
জীবনকে উদ্বুদ্ধ সচল।
আমার চেতনা সত্য
উজ্জীবিত ভাবনা ও কবিতার বীজ
সুন্দরের অন্বেষায় খুঁজি যুগান্তকারী-
আলোকিত পথের পথিক।
যতই ছলনা করো
সেজেগুজে চতুর বিড়াল
পতন নিশ্চিত শোনো -
বিজয়ের জয়ধ্বনি
চিরকালই ব্যাপক, বিশাল।
নিজের সঙ্গে নিজের বিবৃতি
সব কথা না যায় বলা
সব কথার না হয় ওজন,
সব কথা না হয় শেষ।
কিছু কিছু কথা আছে
রয়ে যায় ভাবনার গভীরে
থেকে থেকে ওঠে ঢেউ,
মনোলোকে তুলে তুমুল কাঁপন
নীরবে নিভৃতে ভাঙে বুক।
তোমাকে বলার ছিলো অনেক কথা -
অনেক অনেক দুঃখ আর
যন্ত্রণার অব্যক্ত কাহিনী।
অথচ, সময় মুছে দিচ্ছে ক্রমাগত
সেইসব জমানো স্মৃতি ;
সেইসব না বলা কথার প্রস্তুতি।
এখন শুধু হতাশার দিনযাপন
আলো ভেবে অন্ধকারে হাঁটা,
নিজের সঙ্গে নিজের বিবৃতি।
সব কথা না যায় বলা
সব কথার না হয় ওজন,
সব কথা না হয় শেষ।
কিছু কিছু কথা আছে
রয়ে যায় ভাবনার গভীরে
থেকে থেকে ওঠে ঢেউ,
মনোলোকে তুলে তুমুল কাঁপন
নীরবে নিভৃতে ভাঙে বুক।
তোমাকে বলার ছিলো অনেক কথা -
অনেক অনেক দুঃখ আর
যন্ত্রণার অব্যক্ত কাহিনী।
অথচ, সময় মুছে দিচ্ছে ক্রমাগত
সেইসব জমানো স্মৃতি ;
সেইসব না বলা কথার প্রস্তুতি।
এখন শুধু হতাশার দিনযাপন
আলো ভেবে অন্ধকারে হাঁটা,
নিজের সঙ্গে নিজের বিবৃতি।
নিজেকে হারিয়ে খুঁজি
নিজেকে হারিয়ে খুঁজি নিজের ভিতর
নিজের মতো করে
নিজেকে নিজেই বিনির্মাণে গড়ি
ঘষেমেজে উন্মুক্ত করি রোজ।
কতবার হারিয়ে গিয়ে
ঠিকানা খুঁজেছি ঘরে ফেরার,
কতবার নির্নয় করেছি দিক পথ ভুলে।
বাবুই পাখির মতো ওড়ে ওড়ে
নিজেকে নিজেই যাচাই করে চলছি
বিপুল আগ্রহে আদি-অন্ত।
এই ক্ষণিক পরিভ্রমনের পথে
যতই উপরে ওঠি
ততই মনে হয় ফাঁকা ফাঁকা,
শূন্য ও নিরাকার।
নিজেকে হারিয়ে খুঁজি
ধূ ধূ মাঠ, বিস্তীর্ণ প্রান্তরের ঘাসে-
নদীবিধৌত ছায়াঘেরা সবুজ ছায়ায়।
নিজেকে হারিয়ে খুঁজি নিজের ভিতর
নিজের মতো করে
নিজেকে নিজেই বিনির্মাণে গড়ি
ঘষেমেজে উন্মুক্ত করি রোজ।
কতবার হারিয়ে গিয়ে
ঠিকানা খুঁজেছি ঘরে ফেরার,
কতবার নির্নয় করেছি দিক পথ ভুলে।
বাবুই পাখির মতো ওড়ে ওড়ে
নিজেকে নিজেই যাচাই করে চলছি
বিপুল আগ্রহে আদি-অন্ত।
এই ক্ষণিক পরিভ্রমনের পথে
যতই উপরে ওঠি
ততই মনে হয় ফাঁকা ফাঁকা,
শূন্য ও নিরাকার।
নিজেকে হারিয়ে খুঁজি
ধূ ধূ মাঠ, বিস্তীর্ণ প্রান্তরের ঘাসে-
নদীবিধৌত ছায়াঘেরা সবুজ ছায়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন