সাজ্জাদুর রহমান এর গুচ্ছকবিতা।। poems by sazzadur rahman_kuasha

সাজ্জাদুর রহমান এর গুচ্ছকবিতা।। poems by sazzadur rahman_kuasha




সাজ্জাদুর রহমান এর গুচ্ছকবিতা

জিরো পয়েন্ট 


জিরো পয়েন্ট ঘুরতে ঘুরতে সূর্য ডুবে সন্ধ্যা
এক পৃথিবী পদচিহ্ন গণনা শেষে 
বিদ্যুৎ চমক আলোতে খুঁজি যোগফল 
প্রতিটি পৃষ্ঠা উল্টে যায় রাতের

শেষ পৃষ্ঠায় প্রস্ফুটিত সকাল 
দাঁত কেলিয়ে প্রশ্নবান–তুমি কোথায়
সত্যিইতো ! 
এখান থেকেই জিরো পয়েন্ট শুরু । 



মাগুর মাছের জীবন 

আমি কোথাও হারিয়ে যাইনি 
কেবল আলাদা হয়ে গেছি 
একটা বেফাঁস অসুখ থেকে 
মাগুর মাছের জীবন আমার ভালো লাগেনি 
কচলে কচলে নিম পাতার বরাত, 
উহ অসহ্য তেঁতো জায়গীর জীবন । 

ভালোবাসার অক্ষরগুলো রক্তে ভেসে যায়
ফুসফুস বেঁচা সংসার জুড়ে খাঁ খাঁ রোদ্দুর ঘ্রাণ 
ফ্রক পরা মায়াবী সময়গুলো উড়ে যায় 
এমন জলহীন শ্বাসরোধ করে মেরে ফেলা
আমার ভালো লাগেনা ! 


ইচ্ছেস্বাধীন

চাইলে আমি রাজাটাজা হতেই পারি 
দিতে পারি শত ঘরে ঘৃণার আগুন 
চিৎকার দিয়ে ছড়াতে পারি মহামারী 
থাপ্পড় দিয়ে থামাতে পারি আশার ফাগুন। 

মানুষের বিজয় দেখার ইচ্ছে নেই আমার 
রাত্রির কঙ্কালে ঝুলে থাক নাগরিক দেশ
দানবীয় চারিত্রিক কুটকৌশলে হাসুক পাথার 
আমি থাকি মহা চনমনে চটপটে সেইতো বেশ।

কে বলে কিছুই বুঝিনা আমি, আমি বুঝিনা ?
বিশেষত সব বুঝি আমি ভাগে খুব ষোলো আনা 
আমার আমারে খুব পটু আমি লোকসান খুঁজিনা
ক্ষমতার জোরে তড়িৎ পাঠাই বুলেটের পরোয়ানা।
 
মরুক পড়ুক মানুষ কিংবা হাতী
আমার কিছুনা তোমার কিছুনা ধনী হই রাতারাতি। 



কী দিতে পারি তোমায় 


এরচেয়ে বেশি আর কী দিতে পারি তোমায় ? 

একটা চুমু, একঝলক নিঃশ্বাস 
বড়জোর একটুখানি দাঁড়াবার সাহস। 

নিঃস্ব ডানায় ভর করে আছে 
অলক্ত কোহিনুর ,বুকের চেরাপুঞ্জি 
অস্থিতি নোঙর 
জলের কুঞ্জে শিশিরের টুপটাপ। 

আমি দুঃখ লুকানো বৃহৎ শিল্পী 
তোমাকে দেবার মতো আমার 
আছে পরিত্যক্ত স্বপ্নের মায়াঘর
ছোপ ছোপ উন্মাদনায় আগুন চিৎকার 
ভালোবাসি মতবাদে বিশ্বাস ভাঁজপত্র
একটুকরো বৃষ্টির মেঘ । 


Post a Comment

নবীনতর পূর্বতন