সার্থক ভালোবাসা টক ঝাল মিষ্টি ।। বাদল মেহেদী



সার্থক ভালোবাসা টক-ঝাল-মিষ্টি
              
প্রতিদিন জীবনের রঙ বদলায়
ভালোবাসার রঙ বদলায় মাঝে মাঝে
যেদিন বলতে শুনি, ভুল হয়ে গেছে
                      ভালোবেসে তোমাকে।
গাড়ি বদলানোর শখ আছে কারো
স্ত্রী বদলানো কারো কারো নেশা
শাড়ি গয়না বদলায় নারী
মডেল তাদের -স্টার সিরিয়াল তারকা।
দল বদলায় রাজনীতিবিদ
মন ভারি করে ব্যর্থ প্রেমিক
আমি বদলাতে গেলে তুমি বাধা দাও
চোখে চোখ রেখে বলো,
এতো অল্পতেই কেন হেরে যেতে চাও?
মান অভিমানে কেটে যায় দিন
সার্থক ভালোবাসা বুঝি এমনি, টক-ঝাল-মিষ্টি
বদলাতে চায় যারা তাদেরকে বলি,
খাঁটি সোনার গয়নায় জং ধরে কী?

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন