বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

ক্রুশবিদ্ধ সময় ।। মোঃ নূরুল গনী















ক্রুশবিদ্ধ সময় !!!


হাটতে হাটতে এক সময়
সময় থাকেনা হাতে, তুমিও থাকনা ধরা ছোঁয়ায় !
ঠোঁটে ধরে সময়টুকু আমার
কোথায় হারায় তোমার অশরীরি মুখ !
পোষ্টারে পোষ্টারে তখন নিরুদ্দেশ সংবাদ
তোমার মুখের আদল নগরীর দেয়ালে দেয়ালে শোভিত !
গোলাপী গোলাপ সেঁটে দেয় কেউ সাথে-বড় বেমানান
এভাবে কি প্রেম হয় !
দৃষ্টিতে তেমার প্রেম না-কি সম্মোহন
চোখে চোখ রেখে সাগর উঠে আসে ক্ষীণকায় নদীতেে
এবং বৃষ্টির মত ঝরে ঝরে নদী মুছে ফেলে পথ
যে পথ ফেরার -সাগরে !
এখন কোন পোষ্টার নেই দেয়ালে ! ফিরে এসো !
তোমার ঠোঁটে ধরা আমার সময় ক্রুশবিদ্ধ যিশুর মত
রক্ত ঝরাচ্ছে -দেখো কার জন্য !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন