বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

নাগরিক প্রেম ।। কামরুজ্জামান হেলাল



















নাগরিক প্রেম


বািলশের নিচে থাকা ইচ্ছেগুলো উড়াল দিতে চায় পশ্চিমা হাওয়ায়
শতাব্দীর শেষ রশ্মির মতো ধরে রাখি যুবতীপ্রেম মাতাল মায়ায়
উল্লাসরত বালিকারা সেফটিপিন ফেলে দিয়ে হিমধরা অন্ধকারকে-
রািঙয়ে তোলে আপন ভঙ্গিমায়
.
মাঝেমাঝে আত্মার বিচ্ছেদে কোলাহলের মাত্রা কমে গেলেও
ফের জেগে ওঠে পাড় ভাঙ্গা ঢেউয়ের শক্তিতে আঁধার তাড়িয়ে নামায়
চন্দ্রখচিত অজস্র মায়াবী রাত

অতঃপর পশ্চিমের দিকে মুখ রেখে শেষ করে সহবাসপর্ব
কবির কাছে এসে হাঁটু গেড়ে বসে বলে-
হে নাগরিক কবি! লিখুন,
নাগরিক প্রেমে কেউ ক্ষুধার্ত থাকে না
নিঃসঙ্গতা বলতে কোনোকিছু নেই নাগরিক প্রেমে
নাগরিক প্রেম মানে অবাধ ভোগের উৎসব
নাগরিক প্রেমের প্রেমিক-প্রেমিকেরা প্রতিটি নষ্টরাত শেষে
আবার শুদ্ধ হয়ে ওঠে ভোরের কোমল বায়ুর স্পর্শে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন