মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

শীতের ছোঁয়া ।। সালমা আজাদ

শীতের ছোঁয়া

এই তো সেদিন ঝরলে তুমি
বৃষ্টি অঝর ধারায়
হাসছো তুমি খানিক বাদেই
নাচছো হিমেল হাওয়ায়।।

মেজাজ তোমার এলোমেলো 
যায় না বোঝা  মর্জি
ভ্যাবসা গরম, একটু শীতে
দুলছে বাবুই দর্জি।

হালকা শীতে পাতলা  চাদর
লাগলো গায়ে কাঁপন
রসনা-বিলাস পিঠা পায়েস
শিশির হলো আপন।

সূর্যকিরণ হালকা যতই
বাড়ছে শীতের রেশ
আলসেমী টা শীতের চাদর
আরাম আরাম বেশ।

সাতসকালে শীতের ছোঁয়া
মায়ের ডাকে ভোর
ধোঁয়া ওঠা ভাপা খাবি  
খোল না, খোকা দোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন