মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

আহ্লাদ ।। আহমেদ ফারুক মীর

আহ্লাদ



যখনি চাই ছুঁয়ে দিতে

হঠাত করে কোথায় হারাস বল

তোকে ভেবে গল্প লিখি

গালে মাখি পাক্কা গোলাপ জল।

তুই তো বড় ঢংগী আছিস

যখন তখন চিমটি কেটে যাস

নিজেই একা ভেবে ফিরি

কবেই যেন হবে সর্বনাস।

মারবো যদি নিজের হাতেই

কাঁদবি যদি বুকেই কাঁদিস ঘোর

কোথায় গিয়ে বলিস নে কাল

মনের কথা হবে যখন ভোর।

ঠোঁট এগিয়ে দিবি নিজেই

একটা আঁঘাত খেয়ে নিবি রোজ

বলবি না আর কাকেও সেটা

মুছলে আঁঘাত নিজের পাবি খোঁজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন