মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

ওরা ।। রাহুল রায়

ওরা


ধর্ষন ক্ষুন রাহাজানি, ঘুষ আর দুর্নীতি,
সভ্যের দেখছি আজ এসব মূলনীতি।
অসভ্যের আচরণ প্রকাশি, লয় সভ্যের সাজ,
এত লোভ, এত মোহ, নাই দেখি বিন্দু মাত্র লাজ।
ওরাই রাষ্ট্র ধ্বংসকারী, ওরা এসবের পোষক,
চির সবুজকে করছে মরুময়, ওরা দুষ্কৃতী শোষক।
নাই সাম্য, নাই মানবতা,ছড়াচ্ছে মিথ্যাচার,
মনুষ্যত্ব হীন ওরা, নাই সততার বিচার।
তরুণ তোমরা প্রতিহত কর, ওদের অবিচার,
তারুণ্যের ঐ অগ্নিতে কর, পুড়িয়া ছারখার।
সাম্য- ঐক্য- মানবতার মন্ত্রে দীক্ষিত তোমরা হও,
তারুণ্য ভুলিয়া কেন তোমরা, দুর্নীতির বোঝা বও।
নব- প্রজন্মকে দাও উজ্জ্বল সমাজ, থেকে পর-হিতে,
তোমাদের  ঐ কন্ঠ- ধ্বনিত হোক, মানবতার জয়- গীতে।
তারুণ্য মানেনা অপ-শক্তিকে, বুজিয়ে তোমরা দাও,
স্বৈরাচারীর ঐ আগল ভেঙ্গে,সাম্যের গন্তব্যে যাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন