মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

অগ্রায়ণ ।। রুপক চৌধুরী

























অগ্রহায়ণ



আমরা রয়েছি পড়ে;
তটিনীর দু'ধারে জন্মা অচেনা ঘাসের মত,
তবু আমাদের বুকে জমে নবীন শিশিরের পান্ডুলিপি,
এখনও আমার শুনি,
কুয়াশার সদালাপ -আঁধারেরে যারা বেসেছে ভালো,
ভিজে যায় নিরবধি তারা গায়ে মেখে কুয়াশার আলো ।
কুসুম কুসুম শীতে নবান্নের শিঙ্গা,
কৃষাণীর তরু বুকে জ্বালে উৎসাহের বিমুগ্ধ উনুন,
পিঠা উৎসবে রাঙ্গা সুগন্ধি সকালে ।
সাইবেরিয়া ছেড়েছে যারা,
ভালোবেসে উষ্ণতার সোনালী আহ্বান,
আমাদের মাথা ছুঁয়ে সে সকল অভিলাষী প্রাণ,
বিস্তীর্ণ পাখনা মেলে আকাশের উদার বুকে,
খুঁজে যায় পরিয়াযী জীবনের রোজনামচা ।
পড়ন্ত বেলার  কিরণ আজও,
সোনালী ধানের ক্ষেতে ছিটায় তার মিষ্টি জৌলুষ,
গাঁদাফুলের সুবাস বুকে লয়ে এখনও শুকায়া তারা,
পরাবাস্তবে মোহিত কবির জ্যোৎস্না সিক্ত কবিতা ।
রবি শষ্যের সবুজ ক্যানভাসে,
কৃষকেরা এঁকেযায় সম্ভাবনার বর্ণীল চিত্রকল্প । 
বেলাশেষে ঘরেফেরা বলাকারা দিনের হিসাব শেষে,
কল্পনার হাঁটুজলে ঠোট রেখে দেখে ভোরের স্বপন,
আমরা চলছি ভুলে দু'জনারে আজও,দু'জনার মতন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন