হ্যাপি চকলেট ডে ।। সবর্না চট্রোপাধ্যায়

হ্যাপি চকলেট ডে ।। সবর্না চট্রোপাধ্যায়

















হ্যাপি চকলেট ডে



যতবার ফিরিয়ে দাও
চোখের সামনে ছুটে যায় ট্রেন।
প্ল্যাটফর্মের ধাপে ক্রমশ সিগারেট মুখে তেতো হতে হতে গিলে খাই নিঃসঙ্গ ধোঁয়া।
কুন্ডুলী পাকে ভেসে ওঠে তোমার মুখ...
ফু্ঁ দিয়ে ভাসিয়ে দি সমস্ত বিদ্রূপ! 
এক দূরপাল্লার ট্রেন নিয়ে যায় তোমায়।

ক্রমশ মিলিয়ে যেতে যেতে হঠাৎ ফিরে এসে
এঁটো শালপাতার মত আমায় 
উড়িয়ে, হাওয়া লেপে দাও সমস্ত শূন্যতায়। তুমির আবর্তে আমি আরও ঘন হয়ে ওঠি।
আস্তাকুঁড়ে লুটোপুটি খায় চিঠির ‘প্রিয়তমা'।

কিশোরের স্যাডটোনে নিজেকে নস্টালজিক করে, ভিখারি ছেলেটার হাতে গুঁজে দিই শুভেচ্ছা।
শেষ হয় আমার "হ্যাপি চকোলেট ডে"।

Post a Comment

নবীনতর পূর্বতন