সোমবার, ১১ জুন, ২০১৮

আমি পাথর সরাতে পারি ।। মহাদেব সাহা

















আমি পাথর সরাতে পারি

পাথর কতোটা ভারী, তার চে'ও ভারী 
তোমার নির্দয় প্রত্যাখান, 
আমি পাথর সরাতে পারি, উপেক্ষা পারি না ; 
তোমার উপেক্ষা আর অবহেলাগুলি 
পাথরের চে'ও অধিক পাথর হয়ে আছে, 
এই বুকে হয়ে আছে অনন্ত অনন্ত হিমযুগ ; 
কতো সহস্র আলোকবর্ষ ব্যাপী আমি 
এই উপেক্ষা ধারণ করে আছি । 
পাথর কতোটা ভারী, তার চে'ও 
হাজার হাজার গুণ ভারী 
তোমার শীতল দৃষ্টি, 
তোমার ফিরিয়ে নেয়া মুখ 
তোমার নিঃশব্দে চলে যাওয়া ; 
আমি পাথর সরাতে পারি, উপেক্ষা পারি না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন