বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

সম্পাদকীয়।। মাসিক কুয়াশা।। ঈদ সংখ্যা ।। জুন ২০১৮ইং।






সম্পাদকীয়।। মাসিক কুয়াশা।। ঈদ সংখ্যা ।। জুন ২০১৮ইং। 


কুয়াশা বরবারই চেষ্টা করে সার্বজনীন হতে। সব বিতর্কের উর্দ্ধে। স্বতন্ত্র চিন্তা চেতনা নিয়ে কুয়াশার পথ চলা। তবে সমালোচনা হতে পারে যুক্তির সাথে। সেটা পত্রিকা, ম্যাগাজিনের জন্য পাথেয়। 
চারপাশে ঈদ ঈদ রব রব। মুসলমানদের পবিত্র এবং আনন্দের একটা দিন। এই দিনকে ঘিরে পৃথিবীর সকল দেশে মুসলমানদের আনন্দের জোয়ার বয়। ব্যবসায়ীরা তাদের তাদের বিভিন্ন পরিকল্পনা দিয়ে ব্যবসা সাজায়। সাহিত্য পণ্যের সঙ্গার চাইতে একটু ভিন্ন স্বাদের হলেও এই মাসকে ঘিরে বিভিন্ন পত্র পত্রিকা পাঠকদের জন্য বিশেষ সংখ্যা তৈরি করে থাকে। ভালো ভালো লেখক কবিদের নিয়ে কভারেজ করা হয়। পাঠককূলও মুখিয়ে থাকে এই ঈদ সংখ্যার জন্য। এটা একটা বিশেষ আনন্দের নাম। 
আমরা কুয়াশাকে এই প্রখমবার ঈদ সংখ্যার চাদরে সাজানোর চেষ্টা করছি। জানিনা পাঠকের নিকট কতোটা প্রাপ্তি রেখে যাবে।

এ সংখ্যায়  তুলনামুলকভাবে সিনিয়রদের স্থান দেবার চেষ্টা করা হয়েছে । ছড়া বিভাগ রাখা হয়নি বলে দুঃখ প্রকাশ করছি। এমনকি অনেক নিয়মিত লেখককেও বাদ দিতে হয়েছে সিনিয়রদের স্বার্থে। তবে নিয়মিত সংখ্যায় সকলকে আবার নিয়ে আসবো। সকলেই সাথে থাকবেন - এই কামনায়।

সম্পাদক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন