কবিতা।। ম্যাকিয়াভেলিয়ান এলএসডি।। এম এ ওয়াজেদ।। কুয়াশা।। kuasha-poem by m a wazed

কবিতা।। ম্যাকিয়াভেলিয়ান এলএসডি।। এম এ ওয়াজেদ।। কুয়াশা।। kuasha-poem by m a wazed

  










ম এ ওয়াজেদ এ-র কবিতা


ম্যাকিয়াভেলিয়ান এলএসডি 

      
আটলান্টিক মহাসাগরের মাডিয়ারা দ্বীপের তৈরি মদে
তুমি বদ্ধোন্মাদ পাগলাগারদের ছিটগ্ৰস্ত ধ্বংসোন্মাদ
তোমার অস্তিত্বের লিম্ফগুলো কুকুরের জলাতঙ্ক রোগ
পৃথিবীর আনন্দিত সরোবর ম্যাক্রোবায়াটিক মাসকারা 
আমাদের অনিশ্চিত ভবিষ্যতের ম্যাগনেটিক ব্রেসলেট 
পুড়ে গেছে নৃশংস রাজমিস্ত্রীর ম্যাসাকার মাস্টারবেশনে
প্রণয়পাত্রীর দুর্ভাগ্যের দুর্দশাগ্ৰস্ত অশ্রুবাষ্পের আর্তনাদ 
না শোনে যাযাবর উপত্যকার বাস্টার্ড নেতানিয়াহু 
আনন্দহীন শৈত্যপ্রবাহের মিটিওটিক কুয়াশায় 
পথ হারিয়েছে পৃথিবীর অভিমানী কমনীয় মুখমণ্ডল 

তুমি ভুলে গেছো বিনয়ের পরিমিত মডেস্টিক নয়নসুখ
তোমার ন্যাস্টিক নাসাল রক্তঘ্রাণের কুৎসিত বাজপাখি 
উদ্বিগ্ন অস্তিত্ববিনাশের ভয়ংকর অন্ধকারের গাঢ়তায়
আমাদের চোয়ালগুলো নীল-ধূসর সৌরলোক নক্ষত্রহীন 
আকাশেরা তারাহীন সূর্যের আলোকেরা দীপ্তিহীন অনুজ্জ্বল
তোমার পাসওয়ার্ড ওয়ালেটে নৃত্য করে- 
বিধ্বস্ত নষ্টামির পাসোভার বন্যতার প্যাসিভিস্ট রেজিস্ট্রার 
তোমার বোমাচ্ছাদিত পীড়নিক ওভারকোটে জেগে থাকে- 
দূষিত প্রতিজ্ঞাভঙ্গের টাইটানিক রেসিডিভিজম
থেমে গেছে সভ্যতার মানচিত্রে বসন্তঋতুর আগমনী গান 

নেতানিয়াহুর পাথরজন্ম ধ্বংসবাদী ফিজেটিক ফিনলিটে
পরিস্রুত তরল পদার্থ ভুলে গেছে বিশুদ্ধবাদী প্রেম-সাঁতার 
তার ধ্বংসচুলায় ফর্সা উপসংহারের ট্রাজেডিক পুঁজিপতি 
সরবরাহ করে পরিসমাপ্তির এফ সিক্সটিন বোমারু বিমান 
হে পারস্যের জ্ঞানবাদী ওমর খৈয়াম শেখ সাদী রুমী
ইরানি গোলাপের পাপড়িগুলো ঝরে পড়ে দানববোমায়
স্বাদগন্ধহীন অলাবণ্যিক খোলাবাজারের যুদ্ধবাদী পিশাচ 
চিবিয়ে চিবিয়ে খায় সভ্যতার পুষ্পায়নের হৃদিক ডেস্ট্রয়ার 
আত্নঘাতী ফুডবেবী পান করে ম্যাকিয়াভেলিয়ান এলএসডি
আমাদের গন্তব্যহীন পৃথিবী বিষাদের তীব্রতায় নিশিবিহারী 


Post a Comment

নবীনতর পূর্বতন