সুমন আমিনের গুচ্ছকবিতা
বর্ষা মঙ্গল
সবাই থাকুক সত্য কিংবা ভুলে
আমি এখনও বিভোর মত্ত
বৃষ্টি ভেজা তোমার কদম ফুলে।
কম্পিত ঠোঁট বৃষ্টির সঙ্গম
ফানা ফিল্লাহ দেহ তনু মন
থমকে দাঁড়ায় জীবনের জঙ্গম!
যক্ষপ্রিয়ার কামনার জ্বালা আষারস্য মেঘে
এই নিশিরাত বর্ষণ মুখর; তুমি কি রয়েছো জেগে?
মুহূর্তের পদাবলী
বর্ষার জলের মতো তোমার হৃদয়
কামনার রঙে রাঙাও প্রেমিক পুরুষ
জলকেলি হয়ে গেলে পতিত জমিন
অমরাবতীতে কেউ খুঁজে পায় দোষ!
অব্যক্ত বিরহ জ্বালা শ্রাবন আকাশ
তোমাকে বুঝিয়ে দেবো শুনো মেঘদূত
চন্ডীদাস সুর করে নব পদাবলী
ফিকে হয় ভালোবাসা বড়ই অদ্ভুত!
বিশ্বায়ন যুগে নেই প্রেম পদাবলী
যতই হিসেব করে ভালোবেসে চলি।
কবর
অথৈ জলের ভেতর তোমার বসত।
সাঁতার না পারা আমি-
এই অক্ষম প্রেমিক
তোমার হৃদয়ে খুঁজি বাঁচার কিশতি।
মিলনের ভয়ে কাঁপে শরীর ও মন
নূহের প্লাবন বুঝি বর্ষার ঢল
প্রেম তাপে গলে যাক বুকের বরফ
আমার কবর ওই জলের অতল!
--
| |||||||||||||||
| |||||||||||||||
একটি মন্তব্য পোস্ট করুন