এমরান কবির এর গুচ্ছ কবিতা
সময় চক্রে
খুন হয়ে যাওয়া সে-দৃশ্যের ভেতরে
কিছু সময় ছিল, ছিল
নদীর হাওয়া, বাতাসের ঝাপটা
আর কিছু দুর্লভ রক্তপাত
সেই দৃশ্য-সত্যের কাছে কিংবা বকুলতলায়
পাবো কি তারে?
গন্ধ ঝরে যাবে সে-দৃশ্যের ভেতরে
সময় এবং বকুলের পাপড়ি
যেভাবে ঝরে যায়
দেখো, ঘড়ি চলছে, সময় চলছে
চলছে পবিত্র রক্তপাত
কিন্তু দেখা যাচ্ছে না আর
খুন হয়ে যাওয়া সে-দৃশ্য
মুক্তি
সেতুটা ঝুলে আছে
পেরোনোর কিছু নেই
ব্যাথাতুর এই নন্দনভুবন নিয়ে
কোনো এক মুক্তবিন্দু
কোলাজে কোলাজে ভরে ওঠে
অসংখ্য চারুকৃতি নিয়ে তাই
সেতুটা ঝুলে থাকে
যদিও জানে সে
পেরোনোর সুযোগ নেই
দাঁড়িয়ে আছি, একান্তে
কোন সংঘাতে আর সংহতিতে তুমি প্রস্তত এখন?
পাখি পোড়ানোর গন্ধে?
নদীর মীমাংসা ছেড়ে
কোন শুদ্ধতম শুদ্ধে যাও
শান্তি আর মুক্তি আহরণে!
আত্মমায়া ছেড়ে এই যে অন্যযাত্রা
পাখির বিরুদ্ধে পালক, নদীর বিরুদ্ধে ঢেউ
গাছের বিরুদ্ধে গাছ, পাতার বিরুদ্ধে পাতা
পাতার বিরুদ্ধে গাছ, গাছের বিরুদ্ধে পাতা
পাহাড়ের বিরুদ্ধে পাহাড়
আকাশ ও আকাশের বিরুদ্ধেও আকাশ
একান্তে দাঁড়িয়ে
ভাঙা বাড়িটার সামনে
কোন শুদ্ধতম শুদ্ধে যাও
মরণে? দহনে? না-কি সহমরণে?
একটি মন্তব্য পোস্ট করুন