সুশান্ত হালদার এর গুচ্ছকবিতা।।poems by sushanto halder__kuasha

সুশান্ত হালদার এর গুচ্ছকবিতা।।poems by sushanto halder__kuasha



সুশান্ত হালদার এর গুচ্ছকবিতা
 
মৃত্যু-ই চুড়ান্ত
 
‎এতটা পেয়ে যাব, ভাবিনি
‎কাক-স্বচ্ছ জলে পুরনো সেই রোমান সাম্রাজ্য 
‎আকাশ জোড়া তারাখসা রাতের
স্পেক্টাকুলাস হ্যালির ধূমকেতু 
‎মিনার্ভা বুকখসা জলে কামুকী রাতের সেই নিঃবীর্য আগাস্টিন 
‎তোমাদের ভাবনাপ্লুত দিনে সাদা-বক উড়ে যায় স্বেচ্ছামৃত্যু পাহাড়ে 
‎পালক ডানায় লিখে ত ছিলাম 'মৃত্যু-ই চুড়ান্ত' আজন্ম পাপে 
‎প্রেমে পোড়া কাঠ-কয়লা খনিতে 
‎ভালোবাসার আফ্রোদিতি পেয়ে যদি যাই ভুসুকুপা চুমুতে 
‎দেখে নিও বৈশাখ ঝড় কতটা সুতীব্র ব্রুটাসীয় গোলার্ধে 
‎এতটা পেয়ে যাব, ভাবিনি 
‎স্বর্গ মর্ত্য পাতাল দেখে যাব ওডিন চক্ষুতে 
‎মরে যদি যাই লাশে ভার 'ভালহাল্লার' পালঙ্কে 
‎জুপিটার তখন ভাবাপ্লুত হবেন আত্মমগ্ন 'নার্সিসাস' মৃত্যুতে!


 
ভালো যদি না বাসো
 
‎ভালো যদি না বাসো 
              ক্ষতি নেই
‎তোমার প্রেম আমার রতি ধূপ হয়ে জ্বলে 
‎                          স্নায়ু সজ্জিত অস্থিমূলে, 
‎দেখার চেয়ে না দেখাই কাল হলো 
‎ব্যথাতুর মন এখন জলে-ভেজা-মেঘ এই মাঝ আশ্বিনে 
‎শুনেছি, 
‎পালকের পোশাক পরে এসেছিল নিবেদিতা এই বাহাদুরগড়ে 
‎ডাল-ভাঙা-ঝড় দেখে চলে গ্যাছে রাধাকৃষ্ণপুরে 
‎জেনেছি যখন, তখন থৈথৈ বর্ষা এই উপকূলবর্তী বদ্বীপে, 
‎অনুযোগ আর অভিমানে 
‎ভাসিয়েছি মান্দাস এই প্রলয়-নৃত্য অভিযানে 
‎ফেরারি-মন তবুও দিকদর্শী ওই নৈঋত-কোণে 
‎যেখানে আঁধার ঘনিয়ে এলে মানুষ 'মৃত্যু' বলে ডাকে তারে 
‎ভালো যদি না বাসো 
                ক্ষতি নেই 
‎আমার প্রেম গচ্ছিত ওই কার্তিকের কুয়াশাসিক্ত জলে 
‎যেখানে মাটি আঁকড়ে পড়ে আছে মুথোঘাস 
        আমার-ই কবর জীবনানন্দ বাসর করে! 
 

Post a Comment

নবীনতর পূর্বতন