কবিতা
ক্রন্দনরতা
কান্নার কোনো বয়স নেই-
তবুও ভয় হয় যদি বোবাকান্না কথা বলে ওঠে একদিন!
কিন্তু আদিম কান্নারা কেন জানি আধুনিক কান্নাকাটিতে বিশ্বাস করতে পারে না
আসলে কান্নার দেহে আস্ত একটা মানুষ থাকে
অথচ মানুষ বোঝে না মাকে কখন মনে পড়ে--
মরাকান্নার সাথে সুখের কান্নারা দেখা হয় না কখনো,নিখোঁজ কান্নার শরীরে!
ক্রন্দনরতা
কান্নার কোনো বয়স নেই-
তবুও ভয় হয় যদি বোবাকান্না কথা বলে ওঠে একদিন!
কিন্তু আদিম কান্নারা কেন জানি আধুনিক কান্নাকাটিতে বিশ্বাস করতে পারে না
আসলে কান্নার দেহে আস্ত একটা মানুষ থাকে
অথচ মানুষ বোঝে না মাকে কখন মনে পড়ে--
মরাকান্নার সাথে সুখের কান্নারা দেখা হয় না কখনো,নিখোঁজ কান্নার শরীরে!
আলো ও বিশ্বাস
তুমি মানেই আমার একটা নীল আকাশের ঘর
না আছে দরোজা না আছে দেয়াল
তবুও আছি চিরকাল!
এটা দেখা যায় না-- তবুও থাকা যায়
এখানে ভালোবাসা যায় বিশ্বাস ও আলো বেধে রাখা যায় আজীবন বেঁচে থাকা যায়!
তুমি মানেই আমার একটা নীল আকাশের ঘর
না আছে দরোজা না আছে দেয়াল
তবুও আছি চিরকাল!
এটা দেখা যায় না-- তবুও থাকা যায়
এখানে ভালোবাসা যায় বিশ্বাস ও আলো বেধে রাখা যায় আজীবন বেঁচে থাকা যায়!
দিনাজপুর
একটা পুরো শহর কাঁধে নিয়ে কাঁপছি একটি রাস্তা নিয়ে হাঁটছি-সাথে প্রতীজ্ঞা ছিলো,সাথে গ্রামের আনকোরা হৃদয়ে ছিলো
এক দূরন্ত ঈগল আমার পা'দুটো কেড়ে নিয়ে গ্যালো-আভিজাত্যের পুরুষ আমি হাঁটতে পারিনা আর। এই সময়ের জটিল কবিতা করে দুলছি রোদবৃষ্টিবর্ষায় দুলছি বিক্ষুদ্ধ আর বহুমাত্রিক সূতোর ঘর করছি বিশ্বাসের আগুনের লাজুক হাসিতে প্রতিদিন জমছে নদী ও রাতের সময়
আজ সেই দিনাজপুর প্রিয় মাধববাটি কোনোটাই আমার নেই অদৃশ্যপায়ে লাপাত্তা কৈশোর-যৌবনের গণতন্ত্র আর অসাম্প্রদায়িক ক্ষুধার স্বরগ্রামে ভিজছে
আমি শহর-গ্রামের পাশে ঈরমপ্রেমের সহযাত্রী হয়ে বসে আছি আর ফিরে দেখাছি অজন্তা,ইলোরা কিংবা কান্তজিউ মন্দিরগাথা!
একটা পুরো শহর কাঁধে নিয়ে কাঁপছি একটি রাস্তা নিয়ে হাঁটছি-সাথে প্রতীজ্ঞা ছিলো,সাথে গ্রামের আনকোরা হৃদয়ে ছিলো
এক দূরন্ত ঈগল আমার পা'দুটো কেড়ে নিয়ে গ্যালো-আভিজাত্যের পুরুষ আমি হাঁটতে পারিনা আর। এই সময়ের জটিল কবিতা করে দুলছি রোদবৃষ্টিবর্ষায় দুলছি বিক্ষুদ্ধ আর বহুমাত্রিক সূতোর ঘর করছি বিশ্বাসের আগুনের লাজুক হাসিতে প্রতিদিন জমছে নদী ও রাতের সময়
আজ সেই দিনাজপুর প্রিয় মাধববাটি কোনোটাই আমার নেই অদৃশ্যপায়ে লাপাত্তা কৈশোর-যৌবনের গণতন্ত্র আর অসাম্প্রদায়িক ক্ষুধার স্বরগ্রামে ভিজছে
আমি শহর-গ্রামের পাশে ঈরমপ্রেমের সহযাত্রী হয়ে বসে আছি আর ফিরে দেখাছি অজন্তা,ইলোরা কিংবা কান্তজিউ মন্দিরগাথা!
একটি মন্তব্য পোস্ট করুন