সোনাতলা
সেদিনের সেই দিন সেই সোনাতলা
কুঁচি কুঁচি করে দিতো মন ফালা ফালা
প্রতিদিন মনে হতো আসে যেই ট্রেন
তুমি উঠে চলে আসো, এই ভাবে শ্যাম!
তোমার পরশ লাগা সেই সোনাতলা
গেছি তো কয়েকবার ছুঁতে সেই জ্বালা
পাইনি কিছুই পরে, তুমি নেই বলে
আমার সকল প্রকাশ ভেসে যেতো জলে
হাতে রেখে দুই হাত নানা অযুহাতে
রঙিন ফুল আমার মরে অপঘাতে
প্রেমের পিদিম জ্বেলে, শত ছলবলে
যে পথে ইশারা এঁকে ফেলে গেছ রোজ
সেই পথ আমি খুঁজে পাইনি তো খোঁজ
জল তাই জলে মেশে করুণ কৌশলে!
বোকা মন, মনে রেখো আত্মসাবধান
ধারা ধারা করে কবে রাধা হবা মন?
হয়ে কৃষ্ণ, গৌর হবা, সেই সহধারণ?
পতন শিখেছ বহু, আরও শেখা বাকি?
জীবন দাবার কোটে চেলে বহু দান
পেয়েছ কী জানা কথা? মূল সমাধান?
সহজ ভাষায় ডাকে শুঁয়া চান পাখি;
অপার ইঙ্গিত জেনো জগৎ-সংসার,
বারে বারে দেখা দিয়ে মুখ ঢাকে আবার!
তবে কেন পড়ে পড়ে পতন নিচ্ছ মেনে?
গৌর কী সবিনয়ে, করে না ডাকাডাকি?
কান পাতো, ডাকে রোজ, প্রহর নহর গুণে
সদয় বিনয় হও, ধ্যাণে ঢেকে আঁখি...
বোকা মন, মনে রেখো আত্মসাবধান
'জানি না কিছুই' জেনো, গূঢ় সমাধান!
যতই আড়াল করি ফাঁক তবু থাকে
তোমার শহরে আসি চলে যাই ফের
তোমাকে দেখার সাধ মনে নিয়ে ঢের
চোরাচালানের মতো এই যাওয়া আসা
দিন দিন বাড়ে ঋণ, সেই ভালোবাসা
পাথরে পাথর ঘেঁষা ফুলকির মতো
উড়ে উড়ে ওঠে প্রেম বুকে নিয়ে ক্ষত
কিভাবে যে জানো তুমি, সব হয় জানা
খোঁজ রাখো সব পথ, শুনে হই ফানা
যতই আড়াল করি ফাঁক তবু থাকে
ভালোবাসা ঢাকা যায়? ঢাকে রাখঢাকে?
সুন্দর আয়োজন
উত্তরমুছুন