দশটি কবিতা।। মাহফুজা আক্তার বৃষ্টি।। poems by mahfuza akter bristi__kuasha






দশটি কবিতা।। মাহফুজা আক্তার বৃষ্টি 


বিরামহীন ছোটা

ছুটে চলেছি বিরামহীন 
শুন্যতা ঘেঁষা বিস্তীর্ণ নদীখাতের মধ্যিখানে
যেখানে হতাশা ঘিরে রাখে সম্ভাবনাকে।

বিকেলের গল্প
 

অন্তিম বেলার ডাক 
এই ভেবে 
রোজ একটু একটু করে মিলিয়ে যাচ্ছি
অসীমের পানে। 
মৃত্যুর যন্ত্রণার চেয়ে 
বেঁচে থাকার অপারগতায়
নিঃশেষ আমি।
লিখে চলেছি প্রতিদিন
পত্রঝড়া সেই বিকেলের গল্প।


বৃষ্টিহীন
 
তোমার থেকেও না থাকার স্বভাব। 
চেনা তুমিটাকে খোঁজা , 
এ যেনো তোমার অভাব। 
তাই বৃষ্টি বিলাসের বারান্দায় 
খা খা শূন্যতা,
আবার বসন্তরাও
বহুদিন বৃষ্টিহীন।

খেয়ালে হারায় 
 
বৃক্ষখানা জীবন্তই ছিল
একসময় গোধূলির আলোয় পাতাগুলো 
চিক চিক করতো, 
ঝড়োমেঘে কাল হয়ে দাড়ালো
তার ভগ্ন শাখার পীড়ায় 
সবুজ মিশেল হলো কালোতে।
বাবুইপাখি টার আগমন তখনই
সে আনলো একরাশ সবুজ 
ঝড়োমেঘের তান্ডব তখনও স্পষ্ট 
তবুও কালোত্ব ক্ষয় হচ্ছিল ক্রমশ। 
হঠাৎ অমোঘ শূন্যতায় হারায় 
সম্পর্কের টান,
কালো রঙের ঘনত্ব
যেন আরোও বেড়ে গেলো,
চূড়ান্ত পরিনতির নাম হলো বিচ্ছেদ 
আসলে অতিথিরা এভাবেই খেয়ালে হারায় 
আর বৃক্ষগুলো একাকিত্বের সাথে মেলায়। 

সোনালি সকাল 
 
হেরে যাওয়া আসন্নবর্তী ছিল
কিন্তু সোনালি সকাল
কাটিয়েছে
বিষন্নতার আধার। 
তুমি ছিলে সোনালি সকাল।
চারপাশে আঁধারের ঘনঘটা 
আলোহীন আজকের সন্ধ্যা,
জানান দেয়, 
হেরে যাওয়ার কারন
যা ভীষন স্পষ্ট। 


চাঁদোয়া
 
আমরা কেউ তা জানতে পারিনি।
নিয়তি কাছে এনেছিল আমাদের 
বিকেলের রোদের মত করে 
মেখে নিয়ে ছিলাম একে অন্যকে।
ডুমো মাছিদের মত গায়ে গা ঘেষে 
চষে বেড়িয়েছি শহরের অজস্র সরু গলি
ভালো থাকার চাঁদোয়া যেন
ডানা মেলেছিল এই নগরীতে।


পেন্ডুলাম 

সপ্নের গায়ে দুঃস্বপ্নের ছাপ
রুদ্ধশ্বাস মুহূর্ত, চারিদিকে দীর্ঘশ্বাস 
অনিশ্চয়তার পেন্ডুলাম
বলে যায়  টিক টিক টিক 
আমরা কেউই তো তা চাইনি।


অভিশাপ 
 
বৃষ্টির ছোঁয়ায় শুকনো জমিন 
প্রান ফিরে পায়। 
অথচ শুষ্কতার অভিশাপই
বৃষ্টির আগমনে বাধা হয়ে যায়।


সবুজের মেলা

তুমি দেখো আগুন
আমি দেখি রক্তিম পলাশের খেলা।
তুমি দেখো দৌরাত্ন
আমি দেখি গোধূলি বেলা।
তুমি দেখো হাহাকার, 
বিদীর্ণতা,  নিস্তব্ধ প্রহর।
আমি দেখি নতুন ভোর
সবুজের মেলা।


অপেক্ষায় আছি 

কুয়াশা ভেজা রাত 
র্নিঘুম দু চোখ
ঘুমের ঘোর কাটলে
ডেকে নিও,অপেক্ষায় আছি।
 

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন