দুটি কবিতা।। মুহা. আকমাল হোসেন
ছাতা
মেট্রো ধরে সেদিন নেমে পড়েছিলাম
কবি সুভাষে, উদ্দেশ্যহীন খামে ভরা বৃষ্টি নামে সেক্টর টুয়ের ফাইবার জানালায় দুই ডানার পালকে।
ভেবেছিলাম বারাসাতেরে কেউ এলে গলিয়ে যাব ছাতার ভিতর আঙুলের ভাজে আকড়ে ধরব ছাতার বাট।
পরিচিত কেউ আসেনি বৃষ্টি ভেজা পায়ে
বৃষ্টি থামল
ডাক নামে আকাশ নীল হয়ে উঠলো
আমিও ট্রামের ঘসা খাওয়া তার
স্বপ্নে ঘুড়ি আটকে থাকে
বালক বালার বিকেল আঁখি পাখি হয়ে ওড়ে
যে তারে বিদ্যুত থাকে
আবহাওয়া বদলে গেলে
আবহাওয়া বদলে গেলে ফোন করিস
বৃষ্টি থামলে অর্জুন গাছের জানালাটা খুলে দেখে নিস মেকাপহীন ভেজা শহর।
বিদ্যুৎ এলে বাইপাশ দিয়ে ঢোকা যাবে
ট্রাফিক সিগন্যালের ধৈর্য বারবার মুছে নেব রুমালে লাজুক স্নেহ
একটা ফুল রিচার্জ মারা দিন, কাপে কাপে লিকার নেব ঠোঁট কাচা এলাচি গন্ধে স্যাঁতস্যাঁতে হয়ে আসবে চোখ।
প্রানের এক জি. বি খরচ করে ফেলব কুশলে কুশলে।
--
| |||||||||||||||
| |||||||||||||||
একটি মন্তব্য পোস্ট করুন