পারমিতা চ্যাটার্জী এর গুচ্ছকবিতা।। poems by parmita chatergi_kuasha




প্রেম এসেছিল


যে প্রেম এসেছিল সেদিন
সে প্রেম তো তোমার নয়
তবে কেন অন্ধকারে হাঁতড়ে  বেড়াও তাকে
সেদিন আকাশে ছিলনা চাঁদের আলো
ঘন মেঘের কালো ছায়ায় ঢাকা
নিবিড় তিমির আকাশটা 
হেসে উঠেছিল ব্যাঙ্গের হাসি
বোঝনি তুমি সেই ছলনা
উচ্ছলিত উদ্‌বেলিত ঝর্ণার মতোন তোমার প্রেম
বয়ে চলছিল পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খতে
ডুবন্ত মনটা খুঁজে ফিরছিল
একফালি সবুজ মাটি
তুমি পারোনি দিতে

 
একমুঠো সাদা ফুল 

এক মুঠো সাদা ফুল
আজ একমুঠো সাদা ফুল উপহার পেলাম
আমার এক বন্ধুর কাছ থেকে,
মনটা ঢুকে গেল এক শুভ্র সিন্দুকে,
যেখানে ভাবনা নেই, চিন্তা নেই,
নেই কোন দুঃখের চিহ্ন।
প্রেমহীন এক অলীক কুঠুরিতে
বন্দী করে নিলাম সত্ত্বাকে।
আকাশের বুকে উড়ে যাওয়া
একঝাঁক স্বেত রাজহংসের মতন,
স্বেতফুলের স্তবক বিরাজিত হল
এক শুভ্র সুন্দর স্বপ্নে।
যার বাইরে কোন রূপ নেই,
অন্তর শুধু আয়োজনহীন
আবেগে পরিপূর্ণ।
কামনা বাসনা হীন ভালোবাসার
পূর্ণতায় ব্যাপৃত  হৃদয় সরোবর।
তুমি আমি আর সম্পর্ক
জানিনা  কোথায় দাঁড়িয়ে আছি


তুমি আমি আর সম্পর্ক

নদীটা বয়ে যাচ্ছে আপনমনে
কখনো তিরতির করে
কখনো রিনঝিন শব্দ তুলে
কখনো উচ্ছল উদ্বেল
কখনোবা দুরন্ত অবাধ্য গতিতে
আস্তে আস্তে এগিয়ে চলেছে মোহনার দিকে
আর আমরা কখনোবা তাকিয়ে আছি
কখনোবা আনমনে এগিয়ে চলেছি
সম্পর্কের পার ভেঙে ভেঙে
যখন নদী তার রিনঝিন শব্দ ভুলে
দুরন্ত হয়ে ওঠে
আমরা তার ঢেউয়ের সাথে বয়ে চলি
অবাধ্য অশান্ত গতিকে থামিয়ে দি
নির্দয় নির্মম প্রহারে
শান্ত গতির মাঝে চেয়ে থাকি
কখন আসবে মোহনা
ভেসে যাব শুধু-- অন্যমনে
তুমি আমি আর সম্পর্ক


নীল আকাশ

নীল আকাশটা  হারিয়ে গেল
স্বপ্ন  দেখার  ফাঁকে  ফাঁকে
চাঁদটা কেন তাকিয়ে  থাকে
মনের কোনে আপনি  হাসে
শেষ বাঁশিটা বাজিয়ে দিয়ে
রেলগাড়ীটা  গেল  চলে
আশা তবু পথ ছাড়েনা
জীবনটাকে  আঁকড়ে ধরে
তুমি শুধু তাকিয়ে  থাক
ফেলে  আসা  পথের  দিকে
সে পথটাতো  গেছে  মিশে
অন্য  কোন  পথের  সাথে
দায়  নেই  আরতো কারো
তোমার কথা  মনে রাখার
ঘরটা  তোমার বদলে যাবে
এই কথাটাই  জানে সবাই
ফেলে আসা ঘরে তোমার
যা কিছু সব থাকবে পড়ে
তোমায়  স্মরণ  করে  সবাই
হিসেব  নিকেশ   করবে  তখন

Post a Comment

নবীনতর পূর্বতন