সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

পিপাসার্ত ঢেউ ।। মুহাম্মদ নূরুল হুদা

















পিপাসার্ত ঢেউ

দূরের দুয়ারে জেগে একাকী দুজন
বাহুতে রেখেছি বাহু, বাহুর কুজন।
যত তুমি দূরে যাও, তত কাছে আসো
ধরার অধরা হয়ে মন টিপে হাসো।
যুক্ত হই মুক্ত হই আপনা কয়েদি,
অর্ধ-মিল সিদ্ধ যদি হে দিলদরদী।
কানুর বাঁশিতে ঝরে বেদনার হীরে,
মুখোমুখি দুই দুখী যমুনার তীরে।
বেহুলার হাতে কাঁদে বেহাল বেহালা;
জাগে না লখাই আর, দেহে তার তালা।
আমার ভেতরে তবু তোমার শানাই,
আমাকে বানাই তাই তোমার কানাই।
পাশাপাশি বয়ে যাই, কারো নই কেউ;
আমরা তৃষ্ণার জল, পিপাসার্ত ঢেউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন