সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

মেঘের নদী ।। মহাদেব সাহা

















মেঘের নদী

আকাশে ওই
মেঘের ভরা নদী---
নীল সরোবর
বইছে নিরবদি;
আকাশে মেঘ
স্নিগ্ধ জলাশয়
আজ জীবনে
কেবল দুঃসময়;

আকাশে ওই
স্বর্ণচাঁপার বন,
দূর পাহাড়ে
মেঘের সিংহাসন;

নদীর তলায়
চাদের বাড়িঘর
একলা কাদে
বিরহী অন্তর।

আকাশে ওই
পাখির ডাকঘর
ভালোবাসায়
জড়ায় পরস্পর;

জলের বুকে
চাঁদের ছায়া পড়ে
ডাক শুনি কার
বাহিরে অন্তরে;

আকাশে মেঘ
অথই জলাশয়
এবার গেলে
ফিরব না নিশ্চয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন