বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

সুভাষণ ।। শোয়েব শাহরিয়ার

















সুভাষণ


এক.
ভাতেরও কী ক্ষুধা পায়? অভিমানে কেউ না খেলে?
জলেরো পিপাসা জাগে,মনে না-ভোলা অাঘাত পেলে?

দুই.
লরেলের কোল থেকে রাত তুলতাম।
দুজনে স্বপ্নের ছাদে গোলাপ খেতাম।।

তিন.
শহর শ্বাস নিতো দিঘি-নদী-পুকুরে,
মাটিচাপা পড়ে কাঁদে শহর কাঁকরে।
বৃক্ষের বল্কলে বুঝি হল শেষ দম,
মানুষের মনে অাজ হাজারো জখম।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন