মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

জ্যামিতিক খসড়া ।। মোহাম্মদ খায়রুজ্জামান খসরু



















জ্যামিতিক খসড়া

বাবা ও বাবা
দ্যাখে যাও
তোমার সন্তান মরে অনাহারে
বুলেটের দায় কার ঘাড়ে ?
জমিতে ফসলের পরিবর্তে
ফলিয়েছি হিংসা রবিশস্য।
তুমি হিংসা নেবে বাবা ?
তোমার সন্তানের চর্ষিত হিংসা।
হিংসা পুড়ে আকাশে উড়ছে ---- ছাইরঙা হিংসা।
যে হিংসায় মানব বসতি নাগাসাকি
উপহার পেয়েছিলে দাদামহের সাম্রাজ্যে ।
বাবা ও বাবা
দ্যাখে যাও
তোমার সন্তান মরে রিফিউজি হয়ে
পারমাণবিক অস্ত্রের দায় কার ঘাড়ে ?
মাঠে কৃষকের পরিবর্তে
আমদানিকৃত বিভাজনের সুপ্রাচীর।
তুমি বিভাজন নেবে বাবা ?
তোমার সন্তানের রপ্তানিকৃত বিভাজন।
বিভাজনের হাট বসেছে---- বহুরূপী বিভাজন।
যে বিভাজনে লেগেই আছে যুদ্ধ, খুন-খারাবি।
বাবা ও বাবা
দ্যাখে যাও
মানবতার মৃত্যু যন্ত্রণা পৃথিবীর দেশে দেশে
ভুলুন্ঠিত ইনসাফ, সত্য ঢাকা ছলনার চাদরে।
দায় কার ঘাড়ে বর্তায় - সমাজ?  রাষ্ট্র ?  বিশ্ব ?
না কি আমরা নিজেরাই ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন