মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

স্বপ্ন ।। শ্রীলেখা চ্যাটার্জ্জি



















 স্বপ্ন 
দারিদ্র্যের ঘুন পোকা ছড়িয়ে গেছে ---- পৃথিবীর পাকস্থলী , 
প্রকৃতির হৃদয় , মানবের বিবেক ! 
চেতনার অভ্যুত্থানে বাতাসের ডানায় 
একটাই বাণী ভেসে বেড়ায় -- 
ভালোবাসা চাই ! ভালোবাসা চাই ! 
অন্তরের নিভৃতে কে স্বপ্নের ঝাঁকা নিয়ে হাঁক দিচ্ছে --- 
স্বপ্ন লাগবে গো ? নতুন নতুন স্বপ্ন ?         
আমি স্বপ্ন ফেরি কোরি ! 
বিশ্ব গড়ার স্বপ্ন ! ভালোবাসার অথৈ সাগরে স্নাত হওয়ার স্বপ্ন  ! 
এক মুঠো শপথ ছড়ানো সোনালি 
ভোর মুক্তির আলোয় নেচে ওঠে ! 
দারিদ্র্যতার মহামন্ত্র --ছড়িয়ে দেবে নব 
জাগরণের কোলাহল মুখরিত বিশ্বে ! 
স্বপ্ন --হারিয়ে যাবে জনারণ্যে ,  
বিলিয়ে যাবে স্বপ্নের তারুণ্যে , 
ভঙ্গুর সমাজের বেহিসাবি শরীরটাকে 
ছিন্ন ভিন্ন কোরে মিলিয়ে যাবে | 
স্বপ্ন উড়ে যায় বিষাদের তীর বেঁধা 
আঁধারের গায়ে গায়ে  , দ্বিখণ্ডিত  
মানচিত্রে ! 
স্বপ্ন ভরা থাকে জোনাক খচিত মায়াবী 
রাতের কলসে ! 
অরণ্যের পাতায় পাতায় , মাটির গর্ভে 
যেখানে শিকড় অনুসন্ধান করে 
ভূতাত্ত্বিক তথ্যপ্রযুক্তি ! 
সমুখে স্বপ্নের শরশয্যা ! মহাকাশ জুড়ে চলেছে অগ্নিদাহ -- স্বপ্নের চিতা !! 

                        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন