মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ওরা কাজলির কথা শুনলো না ।। সজল মালাকার















ওরা কাজলির কথা শুনলো না


কাজলির মায়ের বুকের ওপর লাফ দিয়ে উঠে ছাগল ছানা
কুকুরটা চাটছে করম আলীর শীতল পা
পোষা বিড়ালটি খুকির শিয়রে বসে আছে; স্তব্দ বারান্দায়
খাঁচার ভিতর ছটপট করছে ময়না পাখি
প্যাঁক প্যাঁক করে উঠানময় ছুটছে চারটে পাতিহাঁস
হাম্বা হাম্বা ডাকছে দুধেলা গাই; দড়ি টানছে অচেনা লোক।
মায়ের বুকের রক্ত মেখে
বাবার নিস্তেজ হাত আঁকড়ে ধরে
কাকুতি মিনতি করে কাজলি বলছে-
'আমারে ছাইড়্যা দেন
আমারে কই নিয়া যাইতে চান?
আমারে ছাইড়্যা দেন...'
ওরা কাজলির কথা শুনলো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন