মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

স্বাধীনতা মানে ।। বশিরুজ্জামান












স্বাধীনতা মানে


স্বাধীনতা মানে ভোরের ঘাসে শিশিরের মিষ্টি হাসি,
স্বাধীনতা মানে সবুজ মাঠে রাখালের করুন বাঁশি।
স্বাধীনতা মানে মুক্তাকাশে পাখিদের উড়াউড়ি,
স্বাধীনতা মানে বালক মন ইচ্ছে মতো ঘুরাঘুরি।

স্বাধীনতা মানে কিশোরী মেয়ের নির্ভয়ে ঘরফেরা,
স্বাধীনতা মানে একখন্ড জমিন সবুজ স্বপ্নঘেরা।
স্বাধীনতা মানে কৃষকের মনে সোনালি স্বপ্নিল সুখ,
স্বাধীনতা মানে জেলেদের স্বপ্নময় হাসিমাখা মুখ।

স্বাধীনতা মানে মায়ের কোলে ফিরে পাওয়া হারানো ধন,
ভেদাভেদহীন বাংলার বুকে সবাই সবার বড়ো আপন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন