মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ডোরাকাঁটা নীল প্রজাপতি ।। মনিরুজ্জামান জীবন













ডোরাকাঁটা নীল প্রজাপতি
   

ডোরাকাঁটা নীল প্রজাপতি পড়লো পাখা নিয়ে বিপদে,
কী করে যে পাখা নিয়ে, উড়ে হেথা সেথায়।
সময় যাচ্ছে হারিয়ে কৃষ্ণচূড়া-কৃষ্ণচন্দ্র সাঁতরে-সাঁঝে,
বর্ণিল ডানায় ডানায় উড়াল দিয়ে, ফুলের-ফুলেল মধু মুলে
ছিলে নীল প্রজাপতি এ ঠোঁট শঙ্খ চুড়াল।

সাত সাতটি পল্লবের সাতটি বর্ণের দুটি ডানায়,
উড়াল দিয়েছিলে লুকায়িত সুখ প্রজাপতি।
নিঝুমদ্বীপের-নিঝুমরাতে নিদ্রঘোরে, বিদগ্ধ প্রতিক্ষায়,
কাটিয়েছিলে নীল প্রজাপতি তাদের গিলে, খেয়েছিলে লাজ।
ডোরাকাঁটা নীল প্রজাপতি জেনেছিলো, পৃথিবীর কোন এক
রহস্যপ্রিয় তার কোমল স্পর্শের উন্মোচন-উন্মুক্ত করবে,
সুখের ফল্গুনী প্রজাপতীমন। নীলাকাশের-নীলাপাথরটি ছুঁবে
বানানো কাহিনীতে, নেই ধারাবাহিকতা
ভ্যাম্পায়ার-ভ্যাবাচ্যাকা খাপ ছাড়া, বলে যে কতকথা।

ডোরাকাঁটা নীল প্রজাপতির দু'টি ডানার খন্ডচিত্রে প্রলেপ
সাতটি রঙের ঝিলিক-ঝিলিমিলি রহস্যময়ী লুকায়িত সুখ ছিলো সাময়িক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন