মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

মা -( ২) ।। সুশান্ত হালদার


















মা-(২)
     

মা
রাত আসে,ঘুম নাই চোখে
সদা জাগ্রত আঁখি আমার
নিষ্ঠুরতায় অশ্রুজলে ভাসে
বোনের মেহেদি রাঙা হাত রক্ত লাল
ভাইয়ের আস্তিনে বাজের হিংস্র থাবা
কী করে ফেলবো নিঃশ্বাস ঘাড়ে যে খুনির শাণানো তলোয়ার 

মা
ঘুম আসে না
পিতার কষ্টার্জিত স্বাধীনতা খুবলে খেয়েছে ওরা
বাসন্তী হরিদাসীরা আজও নিঃস্ব সর্বহারা
কেঁদে কেঁদেই গেলো হারিয়ে অথচ বলেছিলো পিতা
এখানে  অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে বাংলা
বৃক্ষের সরলতায় বড় হবে মানবতা
বোধের শিখায় পুড়বে বিবেকের চেতনা

মা
তবুও বলে ওরা এখানে থাকবে বড় বড় বৃক্ষের ছায়া
স্বর্ণলতা নাকি এখানে হয়েছে অবাঞ্ছিত ঘোষনা
তবে কী উলুখাগড়ায় খেয়ে ফেলেছে সবুজ ক্ষেতের বেড়া
নাকি বিষাক্ত নিঃশ্বাসে পুড়ে গেছে তোমার ছেলের বাসনা? 

মা
হাতে পায়ে ফোস্কা, চোখে রক্তের ফোয়ারা
ভেসে যায় বাংলা যেন সীমার করেছে ধাওয়া
রক্তাক্ত খঞ্জরে অর্ধমৃত প্রেমিকা
যেমনটা দেখেছিল পিতা একাত্তরে বাংলা
সবুজ শ্যামলীমায় এখনো পিতার পদচারণা
যেন সন্তানের ভালোবাসায় গর্বিত মা

এখানে শুকিয়ে গেছে পদ্মা মেঘনা যমুনা
যাও ছিল জল আঁচল ধোয়া তাও খেয়ে ফেলেছে হায়েনা
এখন শুধু ধূধূ বালুচর, দেখি না আশা নিরাশা
তবুও স্বপ্ন আমার বুকে বেঁধেছে বাসা
নিশ্চয়ই শহীদের রক্ত যাবে না বৃথা

মা
হেমন্তের সকাল যদি হয় ভোরের কুয়াশা
শিশিরের জলেই না হয় করবো আচমন আমরা
কার্তিকেই করবো ব্রত গায়ে নামাবলী ছাড়া
বলেছিলে -কবিতাই তোর ধর্ম যদি না থাকে বাঁধা-ধরা
কী করবে ধর্ম  বিচার-বুদ্ধি ছাড়া
তিলকে হয় না শুদ্ধ যদি না থাকে মন্দিরে ভালোবাসা
যতই করিস নামাজ রোজা মন যদি হয় আঁধারে ঢাকা
তাহলে পাবি না হাসরের ময়দানে আল্লাহ্-ঈশ্বর-নবী ঈসা।।
                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন