বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

গহীনে নৈঃশব্দ ।। বশিরুজ্জামান



















গহীনে নৈঃশব্দ্য 


ভেঙে গেছে নির্মিত স্বপ্নের রঙিন প্রাসাদ 
শিশিরের মতো ঝরে গেছে অপূর্ণ ইচ্ছেরা
শুঁকিয়ে গেছে হৃদয়-চরের তৃষ্ণার্ত নদী
অনাগত জীবনের ভুল হিসেব কষে কষে
বাষ্প হয়ে উড়ে গেছে হাতে-বাঁধা সময়।
একদিন শ্রাবণের কালো মেঘের মতো 
মনের আকাশেও জমাট বাঁধে দুখের মেঘ।
মেঘগুলো কখনো গর্জে উঠে দুঃস্বপ্নের মতো
কখনো বা নয়নশ্রু হয়ে ঝরে ফোটায় ফোটায়।
এই দুঃখ ভরা জীবনে আর বাঁধা হয়নি ঘর
কুঁড়াইনি ঝরে পড়া ইচ্ছের রঙহীন পাপড়ি
শুঁকিয়ে যাওয়া নদী আরো বেশি শুঁকিয়ে গেছে
ভুলই থেকে গেছে জীবনের ভুল হিসাবের খাতা।
কষ্টকাতর স্মৃতি বুকে আজও বেঁচে আছি
গহীনে একপৃথিবী শূন্যতা নীরবে ঘুমায় তারও আরও গহীনে জেগে আছে নৈঃশব্দ্য
আত্মা ও সময়ের আধ্যাত্মিক সুনিপুণ খেলা
তারপর সময়ে জীবন বিস্বাদের হয়ে এলে 
ক্লান্ত ঘোড়ার মতো আঁধারে ঝিমায় সারারাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন