সহধর্মিনীর প্রতি ।। শিশির রায়



















সহধর্মিনীর প্রতি

ওগো,শুনছো?
সংসার একটা এক বলদের হাল।

তা বুঝছি আজকাল।

শরষে ঘানিতে ঘুরপাক খেতে খেতে,
যখন ক্লান্ত হই,তখনও ঘাড়ের উপর জেঁকে থাকে অদৃশ্য জোয়াল!

তার'চে ভালো ছিল,দুই বলদের হাল!
তা বুঝছি আজকাল

শূন্য ললাটে যেদিন তোমার,এঁকেছিলাম সিঁদুরবৃত্তখানি
সেদিন থেকে সংসার আমার নিত্যদিনের ঘানি!

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন